More

    বরগুনায় ইউপি চেয়ারম্যানের হয়রানির বিরুদ্ধে নারীর অভিযোগ

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি: বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ করেছেন এক নারী। ভুক্তভোগী সোনিয়া আক্তার একই ইউনিয়নের আবু সালেহর স্ত্রী ও স্থানীয় ফেরিঘাট সংলগ্ন একজন চায়ের দোকানী।

    জীবনের নিরাপত্তাসহ হয়রানির প্রতিকার চেয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সোনিয়ার অভিযোগ, বুড়িরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তাদের জমিতে পরিত্যক্ত একটি ঘর চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরকে নির্বাচনীয় ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দিয়েছিলেন। নির্বাচনের পরে ঘরটি ফেরত দেওয়ার শর্ত থাকলেও বিজয়ী হওয়ার পরও ওই ঘর ফেরত না দিয়ে তিনি উল্টো দখল করে নিয়েছেন।

    ঘরটি বারবার ফেরত চাইলে চেয়ারম্যান ও তার লোকজন সোনিয়া ও তার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছেন। সোনিয়া বলেন, ঘরটি ফেরত দেওয়ার মর্মে একটি চুক্তিনামায় আমার স্বাক্ষর নিয়ে উল্টো চেয়ারম্যান ঘরটি নিজের নামে করে নিয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে চেয়ারম্যান হুমায়ুন কবির ও স্থানীয় কামাল হাওলাদারসহ তাদের লোকজন আমাকে মারধর করে খুন জখমের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরিও করেছি। তবুও কোন প্রতিকার পাচ্ছি না।

    এ বিষয় জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন বিষয়টি খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টি-টোয়েন্টিতে কতটা নাজুক বাংলাদেশ-শ্রীলঙ্কা?

    গত এক দশকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ১০ দলের মাঝে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রানরেট সবচেয়ে কম। প্রশ্ন উঠতেই পারে, এশিয়ার...