স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় দুইটি বিদেশী পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন ,ধারালো অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতা কর্মীকে গ্রেপ্তার করেন পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে । এ ঘটনায় বুধবার অস্ত্র মামলাসহ পৃথক তিনটি মামলায় ১১জন কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ফল সোহেলের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় সোহেলকে গত ৬ নভেম্বর সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে।
এসময় ৪০-৫০ জনের একটি কিশোর গ্যাং পুলিশের হাত থেকে সোহেলকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার আবদুল কুদ্দস বাদি হয়ে পুলিশি কাজে বাঁধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর মাস্টার মাইন্ড সাবেক ছাত্রলীগ নেতা ফল সোহেলকে ১টি ম্যাগজিন ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তি মতে তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের ইউনিয়ন যুবলীগ নেতা রোদোয়ান গোলদারের বাড়িতে অভিযান চালিয়ে রেদোয়ান গোলদারকে ১টি বিদেশী পিস্তল ৮ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন, ২টি ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মঠবাড়িয়া থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান গ্রেপ্তারকৃত ফল সোহেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তার নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।