কালকিনি মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগলের থাবায় লণ্ডভণ্ড হয়ে গেছে নৌকার ঘাঁটি গোলাপের সাজানো বাগান। আজ রোববার ৭ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর প্রতিক ঈগল বিজয়ের এই থাবা বসিয়েছে।
স্থানীয় ও উৎফুল্ল জনতা সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনটি মাদারীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন, ডাসার উপজেলা ৫টি ও কালকিনি পৌরসভা সহ মোট ২০টির ইউনিয়ন নিয়ে গঠিত।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান এমপি ড. সোবহান গোলাপ। ঈগল প্রতিক নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপিকা তাহমিনা বেগম । তিনি ভোটের মাঠে মাদারীপুর-৩ আসনে শক্ত ভাবে ঈগল প্রতীক নিয়ে নৌকার ঘাঁটি বলে পরিচিত সোবহান গোলাপের সাজানো বাগানে বসিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন।
এলাকা সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনের নির্বাচন এলাকায় মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৩৪০ জন। মোট ১৩৪ কেন্দ্রের ৯৬৬৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপিকা তাহমিনা বেগম।
এবং তার নিকট তম প্রতিদ্বন্ধী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান এ আসনে সংসদ সদস্য ড. সোবহান গোলাপ তিনি পেয়েছেন নৌকা প্রতীক নিয়ে ৬১৯৭১ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদের মাদারীপুর-৩ আসনের বিজয়ী প্রার্থী ঈগল প্রতিকের (স্বতন্ত্র প্রার্থী) অধ্যাপিকা তাহমিনা বেগম বলেন, নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসায় আমি তাহমিনা সিদ্দিকী নির্বাচিত হয়েছি। আপনারা জনগণ বিজয়ী হয়েছেন। আমি যে ভালোবাসা পেয়েছি তা কখনো ভুলবো না। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ।
