স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ছন্দ হারিয়েছে বরিশাল। টানা তিন হারের তেঁতো স্বাদ পেয়েছে তামিম ইকবালের দল। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ফরচুন বরিশাল।
অন্যদিকে টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি মাশরাফির সিলেট। চার ম্যাচ খেলে জয়হীন বর্তমান রানার-আপরা। পয়েন্ট টেবিলের তলানীতে সিলেট স্ট্রাইকার্স। প্রথম জয়ের খোঁজে বরিশালের বিপক্ষে মাঠে নামছে তারা।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ রমরান, প্রীতম কুমার, দুনিথ ভেল্লালেগে, আকিফ জাভেদ, খলিল আহমেদ।
সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, জাকির হাসান, রায়ান বার্ল, আরিফুল হক, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, নাঈম হাসান, মাশরাফি মর্তুজা, রিচার্ড এনগারাভা, রেজাউর রহমান রাজা।