More

    মঠবাড়িয়ায় ৮৯৪ জন সুবিধা ভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয়

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নিত্যপণ্য বাজার মূল্য স্থিতিশীল রাখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভায় সুবিধা ভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাসিক কর্মসূচির অংশ হিসেবে ৩১ জানুয়ারী বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি হয়েছে।

    এ কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ, তদারকি কর্মকর্তা শাহ আজম, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল, আবুল কালাম আজাদ, টিসিবির ডিলার জাহাঙ্গীর হোসেন, পৌর হিসাব সহকারী শাহ আলম প্রমূখ।

    পৌর নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশিদ বলেন, বাজারে নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার নে ভর্তুকি মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করছে। এতে সাধারণ মানুষ বেশ উপকার পাচ্ছেন। আজ পৌরসভার ৬ থেকে ৯ নং ওয়ার্ডের ৮৯৪ জন সুবিধা ভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি হয়েছে । সরকারের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

    তদারকি কর্মকর্তা শাহ আজম বলেন, নিত্যপণ্য বাজার মূল্য স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছেন। পরিবার কার্ডধারী ১ জন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল ৪৭০ টাকায় কিনতে পারবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে ফল হলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ

    আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট...