বিয়ের জন্য বর ও কনে পক্ষের তালিকা করে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হবে। বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হবে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী ৫৭তম ইজতেমার দ্বিতীয় দিনে আজ (শনিবার) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত আলী (রা.) ও হযরত ফাতেমা (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে এমন ভাবে বিয়ে সম্পন্ন করা হবে। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা খেজুর বিতরণ করার রেওয়াজ রয়েছে।