More

    পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি পা সহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।

    মঙ্গলবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড চরলাঠিমারা তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় ৪টি পা সহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা স্টেশন কমান্ডার শাকিব মেহবুব।

    তিনি জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় কোস্টগার্ডের সদস্যরা। পরে পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তাই এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    এ সময় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হরিণের পা সহ মাংস জব্দ করতে সক্ষম হই। পরবর্তীতে জব্দকৃত মাংস পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...