বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ—নির্বাচনে প্রার্থীরা গনসংযোগ, উঠান বৈঠক অব্যহৃত রেখেছেন। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আলাউদ্দিন ভূইয়ার নারিকেল গাছ মাকার্ সমর্থনে টরকী বন্দর ও সুন্দরদী সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এ সময় সমাজ সেবক বিশিষ্ট শিল্পপতি এনায়েত করিম মাতুব্বর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের মোবাইল ফোন মাকার্ সমর্থনে বড় কসবা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় পদটি শূন্য হয়।