More

    উজিরপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে থ্রি-হুইলারের (মাহেন্দ্র) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়েছে। এতে মাহেন্দ্র’র যাত্রী রাজমিস্ত্রি নিহত হয়েছে। আহত হয়েছে অপর যাত্রীর নিহতের ছোট ভাই বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান।

    নিহত মোস্তফা খান (৪৫) উজিরপুর উপজেলার বারৈকাঠি এলাকার মো. আতাহার আলীর ছেলে। আহত অবস্থায় তার ছোট ভাই নজরুল ইসলাম বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, সকালে কাজের উদ্দেশ্যে দুই ভাই মাহেন্দ্রতে রওনা দেয়। উপজেলার নারায়নপুর ও সাইনবোর্ড এলাকার মাঝখানে মাহেন্দ্রর ব্রেক ফেল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে দুইভাই গুরুতরভাবে মাথায় আঘাত পায়। দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

    হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই বিজয় মন্ডল জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এসআই বিজয় আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...