More

    বরগুনায় ইজিবাইকের ধাক্কায় পথচারী নি*হত

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলীতে নুরু জোমাদ্দার (৪৫) নামে এক পথচারী ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মালিপাড়া থানা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ‍নুরু জোমাদ্দার একই এলাকার মৃত সুলতান জোমাদ্দারের ছেলে। স্থানীয় সূত্র জানা যায়, নুরু জোমাদ্দার তালতলী বাজার থেকে নিজ বাড়িতে দিকে হেঁটে আসছিলেন। পথে মালিপাড়া আয়শা মঞ্জিলের সামনে এলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

    এত তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজনিন জাহান বলেন, নুরু জোমাদ্দারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান বলেন, ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত হওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ধাক্কা দেওয়া ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শেখ হাসিনার আমলে অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ গণমাধ্যমের

    গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার আমলে হওয়া অর্থপাচার ও দুর্নীতির...