More

    দুমকীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় অভিযুক্ত উপজেলা যুবলীগ নেতা মো. মনিরুল ইসলাম ফকির (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

    থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় দুমকি নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে দুমকী থানা পুলিশ। গ্রেপ্তার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে। জানা যায়, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপিথর বিক্ষোভ কর্মসূচি পালন করে।

    এ সময় উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। পরে গত বছরের নভেম্বরের ৭ তারিখে মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।

    দুমকী থানার ওসি মো. জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মনিরুল ইসলাম ফকিরকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...