আগৈলঝাড়া প্রতিনিধি: সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুম্মা গৈলা দুধিয়ারপাড় বায়তুল আমান জামে মসজিদে উত্তর জেলা যুবদলের সদস্য মো. রিপন বেপারির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা রহিম হাওলাদার, উপজেলা যুবদল নেতা মামুন সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য বাচ্চু সরদার, মাসুদ হাওলাদারসহ অন্যানরা। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
