More

    জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়াকে কলাপাড়া প্রেসক্লাবে সংবর্ধনা

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভুঁইয়াকে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল , সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, কলাম লেখক মীর আবদুল আলীম, বিশিষ্ট সাংবাদিক সাহাবুদ্দিন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি ।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যম কর্মী শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মাননু, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, রাসেল কবির মুরাদ, এস কে রঞ্জন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জসীম পারভেজ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভুঁইয়াকে ফুলেল শুভেচছা জানান কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী।

    সভায় প্রধান অতিথি বলেন, মফস্বল সাংবাদিকদের যেমন দুর্যোগের সাথে লড়াই করে টিকে থেকে সংবাদ প্রেরণ করতে হচ্ছে , তেমনি নিয়মিত হুমকি, ধামকি সহ্য করতে হচ্ছে। অহরহ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। হত্যা পর্যন্ত করা হচ্ছে।’

    তিনি বলেন, মফস্বলের সাংবাদিকতা বরাবরের জন্য ঝুঁকিপূর্ণ।’ তাই সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। সকল প্রেসক্লাবগুলোকে একটি ছাতার নিচে আনার পরিকল্পনার কথা জানান তিনি। একই সাথে সকল সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...