More

    বরিশালে যুবনেতা সোহেলের উপর প্রাণঘাতী হামলা

    অবশ্যই পরুন

    বরিশালে আবারও সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের নৃশংসতায় রক্তাক্ত হলেন যুবনেতা মোহাম্মদ সোহেল। অভিযোগ উঠেছে—রেজা হত্যা মামলার আসামিরা পরিকল্পিতভাবে সোহেলকে হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় বরিশালজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রেজা হত্যা মামলার আসামি রাকিব, বেল্লাল, খলিল, জাহিদসহ একাধিক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তারা শুধু মাদক ছড়িয়ে দিচ্ছে না, বরং যারা এর বিরোধিতা করছে তাদের ওপর প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছে। সম্প্রতি ওই চক্র বরিশালের ১৫ নং ওয়ার্ডের বটতলা হরিজান কলোনীতে সুইপারদের উস্কানি দিয়ে যুবনেতা সোহেল ও তার দুই ছেলের বিরুদ্ধে মন্দির ভাঙচুরের মিথ্যা অভিযোগ তোলে।

    অভিযোগ রয়েছে, এর পেছনে মূল উদ্দেশ্য ছিল সোহেলকে সামাজিকভাবে হেয় করা এবং তাকে হত্যার ফাঁদে ফেলা। এভাবেই একদিন পরিকল্পিতভাবে সোহেলকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। মোয়াজ্জেম আলালের বাসার সামনে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয় কয়েকজন দ্রুত তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    এ সুযোগে হামলাকারীরা সোহেলের বাড়িতে ভাঙচুর চালায়। ঘরে লুটপাটের পাশাপাশি বাইরে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এলাকাবাসীর দাবি—এটি ছিল সোহেলকে হত্যার ষড়যন্ত্র, ঠিক যেভাবে রেজাকে হত্যা করা হয়েছিল।

    বরিশালবাসী বলছেন, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও প্রকৃত বিচার হচ্ছে না। তারা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...