More

    বরিশালে চাঁদা না দেওয়ায় কোচিং সেন্টারে হামলা, শিক্ষিকা আহত

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারে চাঁদা না দেওয়ায় কোচিং সেন্টারে হামলার ঘটনায় নীলিমা আক্তার (৫১) নামে এক শিক্ষিকা আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    রোববার (১৭ আগস্ট) বিকেলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহত শিক্ষিকা নীলিমা আক্তার জানান, চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া দীর্ঘদিন ধরে স্থানীয় কোচিং সেন্টারে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র লোক কোচিং সেন্টারে ঢুকে অতর্কিত হামলা চালায়।

    এ সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে আহত করে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা কোচিং সেন্টারের চেয়ার, বেঞ্চ, ফ্যান, কম্পিউটার ভাঙচুর করে এবং অফিসিয়াল ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। প্রাথমিকভাবে আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।

    নীলিমা আক্তার আরও জানান, এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন- কোচিং সেন্টারে হামলার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...