রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হল রুমে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল বিষয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ এর সভাপতিত্বে, বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: শামীম হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি ও সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, উপজেলা জামাত ইসলামের আমীর মাওলানা কবির হোসেন, সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নিরসনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।