More

    কলাপাড়ায় প্রকাশ্য দিনের বেলা মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে প্রকাশ্যে দিনে বেলা এক মহিলার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হাটের দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শহরের নতুন বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী নিলুফা বেগম জানান, কয়েকদিন আগে তিনি একটি এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের টাকা চেকের মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করে বের হওয়ার সাথে সাথেই কালো টি—শার্ট পরিহিত এক যুবক হঠাৎ তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

    নিলুফা বেগম উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের শ্রমিক মো. দুলাল সিকদারের স্ত্রী। এঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। কলাপাড়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি।

    সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হছেছে। খুব শিগগিরই ছিনতাইকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।...