More

    গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ডিলার ও গণ অধিকার পরিষদের নেতা আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামে।

    আটককৃতরা হলেন ফেয়ার প্রাইজের ডিলার ও শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুধা এবং তার সহোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গলাচিপা থানার উপ-পরিদর্শক সুমন রঞ্জন।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রতনদী তালতলী ইউনিয়নের ৮ ও ৪ নম্বর ওয়ার্ডের ডিলার সাগর হোসেন দুদা ফেয়ার প্রাইজের কার্ডধারীদের কাছ থেকে প্রতি ৩০ কেজি চালের বিপরীতে ৪৫০ টাকা নিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম চাল বিতরণ করেন। এছাড়া নতুন কার্ড করে দেওয়ার নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করেন। ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন ৩০ কেজি চালের মধ্যে ৫২ জনকে চাল বিতরণের পর এ অনিয়ম ধরা পড়ে।

    স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুই জনকে আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেন। গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আমি গলাচিপার বাইরে আছি। এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক মো. নুর আলম বাদী হয়ে মামলা করবেন।

    অভিযুক্তের ডিলার বাতিল করা হবে। গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, এ বিষয়ে গলাচিপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফ্যাসিস্ট আ’লীগের একাধিক নেতাকর্মীকে আটক করায় রোষানলে এসআই আবুল কালাম আজাদ!

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে ডেভিল হান্ট অভিযানে একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম...