More

    কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার খাজুরার ইজারা বিহীন বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

    বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্ত প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন-পিরোজপুরের স্বরুপকাঠির মো. জীবন (৩৫), ফরিদপুরের গোয়ালমারির মো. মনিরুল ইসলাম (৪২), বরগুনার আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়ার মো. রবিউল (৪৩), পিরোজপুরের স্বরুপকাঠির মো. শাহীন (৫৫) ও গলাচিপার হরিধাবপুরের রেজাউল (৩৫)।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, “খাজুরা বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত ৫ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য কলাপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টের ইজারা বিহীন বালু মহাল

    থেকে অবৈধভাবে বালু কেটে গত এক বছর কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকারের এক প্রভাবশালী কর্মকর্তা ও তার সাথে রয়েছে কিছু সুবিধাবাদী ব্যক্তি।

    সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব আয় থেকে। এ অভিযানকে স্বাগতম জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...