More

    পটুয়াখালীতে ঘরের পাশে জালে আটকে ছিল পদ্মগোখরা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটায় ৪ ফুট লম্বা বিষধর একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার হোসেনপাড়া থে‌কে সাপটি উদ্ধার করেন ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আবু হাসান মিলন নামের এক যুবকের নিজ বাড়ি আঙিনায় জালে আঁটকানো ছিল পদ্মগোখরা।

    সকালে সাপটি দেখে স্থানীয়রা অ্যানিম্যাল লাভারস সংগঠনকে খবর দেয়। পরে ‘অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালী’ এর কলাপাড়া, স্থানীয় পরিবেশ কর্মী, পৌরসভা কর্মী ও বনবিভাগ যৌথভাবে সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করে। ‘অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালী’ টিমের রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা বলেন, এই সাপটির বৈজ্ঞানিক নাম Naja kaouthia, ইংরেজিতে monocled cobra। গোখরা প্রজাতির একটি সাপ। যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় দেখা যায়।

    খবর পেয়ে আমরা রেসকিউ টিম নিয়ে আজকে এ বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্ত করেছি। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, জালের ভেতরে আট‌কে ছিল সাপ‌টি। প‌রে আমাদের কাছে ফোন দেওয়া হ‌লে ঘটনাস্থ‌লে এসে দেখি সাপটি আঁটকে আছে। সেসময় স্থানীয়রা ভিড় জমিয়ে ছিলেন। তবে কেউ এটাকে মারেনি।

    সচেতন থাকার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানাই। আমরা প্রশিক্ষিত টিমকে খবর দেই, তারা এসে সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগকে সঙ্গে নিয়ে আমরা সাপটিকে অবমুক্ত করি। বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে।

    সঠিক তথ্য না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলেন। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই আমরা উদ্ধারকর্মীদের সহায়তায় সাপটি গঙ্গামতি বনে অবমুক্ত করেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...