স্টাফ রিপোর্টার: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হচ্ছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ আগস্ট শুরু হয়েছে এবং ২৪ পর্যন্ত আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হবে।
এরই ধারাবাহিকতায় “মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১:৩০ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. মাহমুদুল হাসান এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ, উপজেলা মৎস্যদলের সভাপতি মো. চুন্নু মৃধা, উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক, মো. উজ্জ্বল মিয়া প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, তরুণরা এদেশের প্রত্যেকটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মৎস্য তথা কৃষিক্ষেত্রেও তাদেরকে আরো এগিয়ে আসতে হবে।
তাদের হাত ধরেই এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে মাছসহ অন্যান্য কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।”