More

    বাউফলে ৩ কিলোমিটার সড়কে ১০ হাজার তালের বীজ রোপণ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বজ্রপাত নিরোধক ১০ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে তেঁতুলিয়া নদীর পাড়ের প্রায় ৩ কিলোমিটার সড়কের দুই পাশে এ তালের বীজ রোপণ করা হয়।

    ইসলামী ব্যাংক কর্মকর্তা ও সমাজ কর্মী মো. মাসুম বিল্লাহর উদ্যোগে এ তালের বীজ রোপণ করা হয়। মাসুম বিল্লাহ বলেন, দুই বছর আগে কালাইয়া ইউনিয়নে ১২ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। এ বছর আমরা ১০ হাজার বীজ রোপণ করছি। পর্যায়ক্রমে কালাইয়া ইউনিয়নে ৫০ হাজার তালের বীজ রোপণ করব।

    যেহেতু এটি একটি উপকূলীয় এলাকা। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে থাকে।

    এতে মানুষ ও গবাদিপশুর প্রাণহাণি থেকে রক্ষা পাবে। তাল বীজ রোপণ কালে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মাতব্বর, পূর্ব কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবর রহমান, তাতেরকাঠি দাখিল মাদ্রাসার সুপার নুরুল আমিন, পূর্বকালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান সোহেল, কালাইয়া আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...