More

    কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চর ধূলাসার এলাকা থেকে কালো টি শার্ট ও কালো হাফ প্যান্ট পরা অবস্থায় লাশটি উদ্ধার করেন কুয়াকাটা নৌ-পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময়ে লাশটির পরনে কালো গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল।

    প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে লাশটি কয়েকদিন আগে সমুদ্রে নিমজ্জিত জেলেদের হতে পারে। এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলমান। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

    চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা তিনি। যদিও কন্যা সন্তান...