More

    ‘কম্বাইন্ড ডিগ্রির’ দাবিতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ‘শাটডাউন’

    অবশ্যই পরুন

    ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-পবিপ্রবির প্রাণিবিজ্ঞান ও পশু চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। রোববার সকাল থেকে ক্যাম্পাসের দুটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ও কন্ট্রোলার ভবনে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করা হয়।

    এ ছাড়া ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি-সংবলিত কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ আছে। কিন্তু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে সেই সুযোগ নেই।

    তাই ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে ৩১ জুলাই থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন তারা। এর মধ্যে দাবি আদায়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো সাড়া না পাওয়ায় ১০ দিন আগে ক্যাম্পাসের প্রশাসনিকসহ সব ভবনে তালা দেওয়া হয়।

    বাধ্য হয়ে ‘কম্বাইন্ড ডিগ্রি’ আন্দোলনের বিষয়টি সুষ্ঠু সমাধানে করণীয় নিয়ে সুপারিশ করার জন্য নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। শনিবার রাত ৮টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে এ সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

    তাই রোববার সকাল থেকে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন তারা। দাবি না মানা পর্যন্ত বরিশাল ক্যাম্পাস শাটডাউনের আওতায় থাকবে বলে জানান শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি। তদন্ত গঠিত কমিটির সভাপতি ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক মামুন অর রশিদ বলেন, “আমাদের তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। উপাচার্য নেই। তাই প্রতিবেদন জমা দেওয়া হয়নি। সোমবার জমা দেওয়া হবে। বিষয়টি শিক্ষার্থীদেরও জানানো হয়েছে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...