স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়া এলাকা থেকে তেরোটি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) বিকাল ছয়টার দিকে গলাচিপা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত যুবক রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সলেমন তালুকদারের ছেলে মো. ইয়াসিন তালুকদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম জাল টাকা পাচারের সময় ইয়াসিনকে গ্রেফতার করেছে।
জাল টাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ইয়াসিন তালুকদারকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।