More

    বরিশালে আশ্রয়নের ঘর থেকে গ্রেপ্তার মাদক বিক্রেতার কারাদণ্ড

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে একটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও গাঁজাসহ গ্রেপ্তার বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আরা মৌরি।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, গৌরনদীর বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকার বাসিন্দা মৃত বিমল দাসের ছেলে লিটন দাসকে ওই এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

    পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোর্পদ করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লিটন দাসের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ওইদিন বিকেলে দণ্ডপ্রাপ্তকে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...