গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ভেতর পড়ে মো. ছিদ্দিক ভান্ডারি (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আহত অবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর ১৭ জন জেলেকে নিয়ে এফবি মা নামের একটি ট্রলার মাছ ধরার জন্য সাগরে যায়। গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মাছ ধরার জাল টানার সময় অসাবধানতাবশত ছিদ্দিক ট্রলারের ভেতরে পড়ে যান।
এতে তার মাথা, বুক ও হাতে গুরুতর আঘাত লাগে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। ট্রলারের মাঝি মো. জামাল জানান, জাল ফেলার সময় ছিদ্দিক ভান্ডারি হঠাৎ করে ট্রলারের খোন্দলে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। এরপর ট্রলারের ভেতরেই তার মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।