More

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা শাখার দপ্তর থেকে প্রেরিত নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার পাশাপাশি স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, রোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় হাজী আবুল হোসেনের বাড়ির সামনের সড়ক সংলগ্ন সরকারি জমির সাতটি গাছ শ্রমিক দিয়ে কাটছিলেন রোকন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেন।

    এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, জনৈক আবুল হোসেন গাছ কাটার জন্য একটি আবেদন করেছিলেন। ওই আবেদনের যাচাই-বাছাইয়ের জন্য বনকর্মকর্তার কাছে পাঠানো হয়। এখনো সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে রাতের আধাঁরে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দন্ডনীয় অপরাধ।

    গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেছে। তবে অভিযুক্ত গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকন দাবি করে বলেন, আমি ভেবেছিলেন আমার আত্মীয় আবেদন করে অনুমতি পেয়েছেন। সেই ধারণায় শ্রমিক দিয়ে গাছ কাটা হচ্ছিল। তবে প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...