পিরোজপুরের কাউখালীতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের তিন মাস পর উদ্ধার করেছে র্যাব। এ সময় অভিযুক্ত অপহরণকারী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আসামিকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, র্যাব-১ ও বিমানবন্দর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মো. আবু মুসা শিকদারকে (২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক বরগুনার তালতলী উপজেলার বগীরহাট এলাকার মো. জালাল শিকদারের ছেলে।
এর আগে ওই ১৩ বছরের স্কুলছাত্রীর সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় মুসা শিকদারের। এরপর মুসা কাউখালীতে এসে স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে বহুবার উত্ত্যক্ত করে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে মুসাকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে ২ জুন কাউখালী শহরের বেইলি সেতুর কাছ থেকে স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মুসা ও তার সহযোগীরা।
স্কুলছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা করলে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ ও র্যাব-১-এর সহায়তায় আবু মুসা শিকদারকে গ্রেপ্তার করে এবং তার বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাউখালী থেকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় আমরা বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে ১৬ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে অপহরণকারী আবু মুসা শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’