More

    আগৈলঝাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া আয়মুন হাওলাদার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি সুশংকর মল্লিক। নিহত আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি গ্রামের মো. ইমরান হাওলাদারের ছেলে।

    এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। শিশুর পিতা ইমরান হাওলাদার জানান, আমাদের সবার অজান্তে আয়মুন পুকুরের পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে মৃত অবস্থায় পাই।

    ওসি সুশংকর মল্লিক জানান, গতকাল সন্ধ্যায় আয়মুন সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ঢুবে যায়। তাকে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...