নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের জটিলতা ও অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আধুনিকায়ন করা হয়েছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)। মুমূর্ষু হৃদরোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানের সুযোগ বাড়াতে এই আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর নবনির্মিত আধুনিক সিসিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সূত্রমতে, ২০১৪ সালের ২০ এপ্রিল আইসিইউর নতুন ভবন উদ্বোধনের পর ওই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয় সিসিইউ বিভাগ। ৩৩ বছর আগে যাত্রা শুরু করা এই ইউনিট দীর্ঘদিন ধরেই ছিল নানামুখী সংকটে। সরকারি খাতায় ৮টি শয্যা থাকলেও পরবর্তীতে তা ১২টিতে উন্নীত করা হয়। কিন্তু বাস্তবে প্রায় চার থেকে পাঁচগুণ বেশি রোগীকে ধারণ করতে হতো এই ইউনিটে। শয্যা সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হতেন হৃদরোগীরা।
এ ছাড়া বছর দুয়েকের মধ্যেই স্থাপিত আটটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল হয়ে যাওয়ায় রোগী ও চিকিৎসকরা চরম ভোগান্তিতে পড়েন। অতিরিক্ত রোগীর চাপ, জনবল সংকট এবং অব্যবস্থাপনার কারণে সিসিইউ বিভাগের অবস্থা হয়ে পড়ে নাজুক।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শেবাচিমের সিসিইউ বিভাগটি সম্পূর্ণ নতুন রূপে চালু হলো আজ। বরিশালবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির বাস্তবায়ন হওয়ায় সচেতন মহল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীরকে অভিনন্দন জানিয়েছেন।
উদ্বোধন শেষে হাসপাতালের আই ব্লকের আইসিইউ ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশে নবনির্মিত সিসিইউ পরিদর্শন করেন পরিচালক ও উপস্থিত কর্মকর্তারা। পরে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি সেমিনার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নতুনভাবে সাজানো এই সিসিইউ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি, আরামদায়ক পরিবেশ ও উন্নত সেবা ব্যবস্থা রোগীদের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।