More

    সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে যুবদল কর্মী বহিষ্কার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের এক কর্মীকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ২১ অক্টোবর (মঙ্গলবার) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার সুস্পষ্ট অভিযোগে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।” বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

    কেন্দ্রীয় যুবদল স্পষ্ট জানায়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায়ভার দল নেবে না। পাশাপাশি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের তাকে সম্পূর্ণভাবে বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে “কোনো প্রকার শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।”

    এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদার ভয়ে চিকনিকান্দির সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সোমবার রাতে দিলীপ দেবনাথ নামে এক যুবক সস্ত্রীক গলাচিপা থানায় আশ্রয় নেন।

    তিনি থানায় দেওয়া অভিযোগে আরিফ হোসেন প্যাদা ও মুকুল প্যাদার নাম উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মুকুল প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অযত্ন-অবহেলায় পায়রার নদীতে নষ্ট হচ্ছে সওজের-কোটি টাকার সম্পদ

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি:-পটুয়াখালীর দুমকিতে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের অধীনে ফেরি বিভাগের কোটি...