More

    বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার ঘেঁষে অনুষ্ঠানের গেট, আনন্দের মধ্যে নেমে আসতে পারে বিষাদের ছায়া।

    অবশ্যই পরুন

     বরিশাল সংবাদ দাতা: বাকেরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড বন্দরে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের কাছে বিভিন্ন উৎসবের সময় নির্মিত গেট আনন্দের পরিবর্তে হতে পারে বিপদের ছোঁয়া। প্রতিবারই বৈদ্যুতিক খুঁটি ও তার সংলগ্ন স্থানে নির্মিত এই তোরণে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

    এমনকি তোরণ নির্মাণ শ্রমিকেরাও হতে পারে তড়িতাহত। স্হানীয় অনেকে এ ব্যাপারে বলেন, দুর্ঘটনা কখনো বলে আসে না,এ ব্যাপারে আগেই সতর্কতা অবলম্বন করা দরকার। এ কারণে বৈদ্যুতিক তারের সংযোগ স্হান থেকে নিরাপদ দুরত্ববজায় রেখে অন্তত পক্ষে তোরণ নির্মাণ করা উচিৎ।

    তোরণ নির্মাণের স্থানটিতে বিদ্যুতের তারের দুই দিকের সংযোগস্থল হওয়ায় খুবই ঝুঁকি পূর্ণ, এ কারণে সংগত কারনেই এখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোন কিছু নির্মাণ করা উচিৎ স্থানীয় সুশীল সমাজের মতামত।

    প্রতিবছর হিন্দুদের পূজা সহ যেকোনো সামাজিক অনুষ্ঠানে এই জায়গায় নির্মিত গেট ও তোরন হতে পারে দুর্ঘটনার অন্যতম কারণ, তাই কিছুটা হলেও একটু নিরাপদ দূরত্বে তোরণ নির্মাণ করা উচিৎ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নলছিটিতে প্রভাবশালীদের জমি দখলের পাঁয়তারা — নিরীহ পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকি

    মো. মাহবুব তালুকদার নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে নিরীহ এক পরিবারের...