More

    বাকেরগঞ্জে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ছাত্র লীগ নেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার  মামলায় সাব্বির হোসেন  কাজী ( ২২) নামে  ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

    ২৯ অক্টোবর  বুধবার বিকেলে উপজেলার বটবালিগা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত সাব্বির ওই ইউনিয়নের নান্না কাজীর ছেলে।

    মামলার  সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ আগস্ট বরিশালে বিএনপির সম্মেলন উপলক্ষে বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়ন বিএনপির  প্রস্তুতিমূলক সভা চলছিল। ওইদিন  উপজেলা বিএনপি, গারুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়নের হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন  দেলোয়ার হোসেনের বাড়ির সামনের একটি অফিসে সভা করছিলেন। সভা চলাকালীন আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র—রামদা, লোহার রড ও চাপাতিসহ অতর্কিত হামলা চালায়।

    হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দারসহ ৩০-৩৫ জন নেতা-কর্মী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
    এ ঘটনায় আহতদের পক্ষ থেকে ২০২৪ সালের ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করে, যার মামলা নম্বর ১২/২০২৪।

    ঐ মামলায়  আসামী সাব্বির দীর্ঘদিন পলাতক ছিল।
    বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ও মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বিএনপি নেতাদের উপর হামলার মামলায় এজাহার ভুক্ত পলাতক আসামি সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটায় বিসিসির বিলাসী রিসোর্ট প্রকল্প নিয়ে নগরবাসীর ক্ষোভ

    পর্যটনকেন্দ্র কুয়াকাটায় জমি কিনে রিসোর্ট করার পরিকল্পনা নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। জমি কিনতে এরই মধ্যে দরপত্র গ্রহণ সম্পন্ন...