More

    আজ ৭ ডিসেম্বর বাকেরগঞ্জ হানাদার মুক্ত দিবস

    অবশ্যই পরুন

    ১৯৭১ সালের ৭ ডিসেম্বর এই দিনে বাকেরগঞ্জ উপজেলা দখলদার পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা আজকের এই দিনে বাকেরগঞ্জ উপজেলাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে বিজয়ের পতাকা উত্তোলন করে।

    আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার শাহজাহান ওমরের নেতৃত্বে মুক্তি যোদ্ধারা পাকিস্তানী বাহিনীর প্রতিরোধ ভেঙ্গে বাকেরগঞ্জকে হানাদার মুক্ত করে এবং এই বিজয়ের ধাপ অনুসরণ করেই পর দিন ৮ ডিসেম্বর বরিশাল জেলা হানাদার মুক্ত হয়।

    পাকিস্তানি হানাদার বাহিনীকে বাকেরগঞ্জ থেকে বিতাড়িত করার সময় মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে রাজাকার, আলবাদর, আল শামস বাহিনীর প্রায় ১৭ জন নিহত হয়,। মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বারপ্রান্তে বাকেরগঞ্জে পাক হানাদার বাহিনী ও তাদের দোসোরেরা বাকেরগঞ্জ, কলসকাঠি গারুরিয়া, খয়রাবাদ,শ্যামপুর সহ উপজেলার বিভিন্ন স্হানে অনেক লোককে হত্যা করে।

    মুক্তিযুদ্ধের সময় বাকেরগঞ্জে পাক বাহিনীর সঙ্গে মুক্তি বাহিনীর অনেক গুলো যুদ্ধ সংগঠিত হয়,এর মধ্যে বাকেরগঞ্জ থানা আক্রমণ, ও ১৭ নভেম্বরের শ্যামপুর যুদ্ধ উল্লেখ যোগ্য। বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন নদী বেষ্টিত হওয়ায় এখানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যদি ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে ধানের শীষে ভোট দেন……বিএনপি নেতা মোশাররফ হোসেন

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন,...