বেতাগী (বরগুনা) প্রতিনিধি: দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে অবস্থিত জেলার অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যনিদর্শন বিবিচিনি শাহি মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন। মঙ্গলবার রাতে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, বরগুনা পুলিশ সুপার মো. কুদরত- ই- খুদা, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ.সাদ্দাম হোসেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল ইসলাম, নৌ বাহিনীর বরগুনার কন্টিনজেন্ট কমান্ডার মো. আরেফিন ইবনে নাজিম, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারী দপ্তরের কর্মকর্তা।
পরে তিনি একই ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের খ্রিস্টানপাড়ার ক্যাথলিক চার্জ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন বিবিচিনি শাহি মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব ঘুরে দেখেন এবং মসজিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে বলেন,‘বিবিচিনি শাহি মসজিদের প্রাচীন স্থাপত্যরীতি ও নকশা দেখে আমি সত্যিই অভিভূত।

আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এমন নিদর্শন সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।’ তিনি আরও বলেন, পুরোনো দেশের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা সংরক্ষণে সরকার আন্তরিক। বিবিচিনি শাহি মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি এই ঐতিহ্যবাহী স্থাপনাটি রক্ষায় স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন, প্রায় সাড়ে তিন শ বছরের পুরোনো বিবিচিনি শাহি মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বরগুনা জেলার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক।
পররাষ্ট্র উপদেষ্টার এই পরিদর্শনের মাধ্যমে মসজিদটির সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। জানা গেছে, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে এই মসজিদ অবস্থিত। স্থানীয় লোকজন জানান, মসজিদটি দেখতে বছরজুড়ে এখানে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। দিল্লিতে আসার তিন–চার বছরের মাথায় ১৬৫৯ সালে শাহ সুজার আগ্রহে কয়েকজন শিষ্য সঙ্গে নিয়ে নেয়ামত উল্লাহ শাহ সুজার অনুরোধে এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন।।
