More

    বেতাগীতে পররাষ্ট্র উপদেষ্টার বিবিচিনি শাহি মসজিদ ও ক্যাথলিক চার্জ পরিদর্শন

    অবশ্যই পরুন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে অবস্থিত জেলার অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যনিদর্শন বিবিচিনি শাহি মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন। মঙ্গলবার রাতে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, বরগুনা পুলিশ সুপার মো. কুদরত- ই- খুদা, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ.সাদ্দাম হোসেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল ইসলাম, নৌ বাহিনীর বরগুনার কন্টিনজেন্ট কমান্ডার মো. আরেফিন ইবনে নাজিম, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারী দপ্তরের কর্মকর্তা।

    পরে তিনি একই ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের খ্রিস্টানপাড়ার ক্যাথলিক চার্জ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন বিবিচিনি শাহি মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব ঘুরে দেখেন এবং মসজিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে বলেন,‘বিবিচিনি শাহি মসজিদের প্রাচীন স্থাপত্যরীতি ও নকশা দেখে আমি সত্যিই অভিভূত।

    আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এমন নিদর্শন সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।’ তিনি আরও বলেন, পুরোনো দেশের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা সংরক্ষণে সরকার আন্তরিক। বিবিচিনি শাহি মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি এই ঐতিহ্যবাহী স্থাপনাটি রক্ষায় স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন, প্রায় সাড়ে তিন শ বছরের পুরোনো বিবিচিনি শাহি মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বরগুনা জেলার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক।

    পররাষ্ট্র উপদেষ্টার এই পরিদর্শনের মাধ্যমে মসজিদটির সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। জানা গেছে, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে এই মসজিদ অবস্থিত। স্থানীয় লোকজন জানান, মসজিদটি দেখতে বছরজুড়ে এখানে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। দিল্লিতে আসার তিন–চার বছরের মাথায় ১৬৫৯ সালে শাহ সুজার আগ্রহে কয়েকজন শিষ্য সঙ্গে নিয়ে নেয়ামত উল্লাহ শাহ সুজার অনুরোধে এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন।।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ

    নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ...