More

    বরিশাল নগরীতে অনুসন্ধানে হানিট্র্যাপ চক্র, আটক ২

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে হানিট্র্যাপ চক্রের ১৬ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আটক দুজনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫ জনকে। ভুক্তভোগী বরিশাল নগরীর ধান গবেষণা এলাকার যুবক মামলাটি করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (৬ ডিসেম্বর) সকালে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে অনুসন্ধানী টিমের সহযোগিতায় নগরীর নিউ ভাটিখানা সড়ক এলাকা থেকে আটক করা হয় হানিট্রাপ চক্রের সদস্য নগরীর কাউনিয়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও উজিরপুরের সাতলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের পাখি আক্তার নিশি (২৬) ও নিউ ভাটিখানা এলাকার ভাড়াটিয়া বাসিন্দা, ভুয়া সাংবাদিক রিমন হাওলাদারকে (২০)।

    মামলার অন্য আসামিরা হলেন— হানিট্রাপ চক্রের সদস্য সামিয়া (২৫), বৃষ্টি ওরফে তানহা (১৯), কমলা (২২), মো. আমান (২৬), মো. ফাহিম (২৪), শাহিন ওরফে দালাল শাহিন (৩৪), সাদ্দাম (৩২), কথিত সাংবাদিক রিশাদ (২৮) ও সাজিদ (৩০)।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ত্যাগ ও আদর্শের আলোয় উদ্ভাসিত জিয়া অন্তঃপ্রাণ নেতা দুলাল হোসেন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আদর্শের রাজনীতিতে চড়াই-উৎরাই থাকবে। সবসময় আপনি পুরস্কৃত হবেন এমনটি নয়। কখনও আপনার পরীক্ষার সময়,কখনও আপনাকে কঠিন...