এম এইচ কামাল : বরিশালের বাকেরগঞ্জের কলস কাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, এ সময় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে পরিচালিত ড্রাম চিমনী একটি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনী ও তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে, মেসার্স রনি ব্রিকস -১, মেসার্স সান ব্রিকস এর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৫ লাখ টাকা করে দুই ভাটার মালিকদের থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধিত-২০১৯ অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৫ জানুয়ারি সোমবার দিনভর পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটে লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুজাহিদুল ইসলাম ও বরিশাল জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন এর উপস্থিতিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, ও ফায়ার সার্ভিস, ।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষি, ফসলি জমি, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালিত হবে।
