More

    ইসলামী শরীয়াভিত্তিক একমাত্র রাজনৈতিক দল হল চরমোনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ : নাসির উদ্দীন রোকন

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ৬( বাকেরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নাসির উদ্দীন ( রোকন) ডাকুয়া বলেন, একমাত্র আল্লাহ ভীরু শরীয় ভিত্তিক ইসলামি রাজনৈতিক দলের দাবীদার চরমোনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টায় বাকেরগঞ্জ পৌরসভার কাঁচা বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর সভার ১ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকেট প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওঃ নাসির উদ্দীন ( রোকন) ডাকুয়া,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ পৌর শাখার সভাপতি আবদুর রাজ্জাক খান।

    অনুষ্ঠিত উঠান বৈঠকে রোকন ডাকুয়া বলেন, ইসলামের আদর্শ নিয়া সন্ত্রাস মুক্ত, চাঁদা বাজ মুক্ত দেশ গড়তে ইসলামি হুকমত অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। এবং এ জন্য সবাই সঠিক প্রার্থী বাছাই করে আসন্ন জাতীয় নির্বাচনের ভোট দিতে হবে।

    ভোটারদের উদেশ্য তিনি বলেন, ইসলামী নিয়মানুযায়ী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে, দেশের আপামর সর্ব শ্রেনী ও পেশার মানুষ শান্তিতে থাকবে। তাই তিনি পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশের একমাত্র ইসলামী দল দাবী করে সবাইকে হাত পাখা মার্কায় ভোটদিতে বলেন।

    উল্লেখ বরিশাল ৬( বাকেরগঞ্জ) আসনে এবার ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখে) চরমোনাই নিজে প্রার্থী হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠির নলছিটিতে ব্যক্তি উদ্যোগে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলের নতুন ভবনের উদ্বোধন

    ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম গোপালপুরে ডা. আনোয়ার হোসাইন মাধ্যমিক বিদ্যালয়ে ব্যক্তি উদ্যোগে প্রায় কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা...