More

    বরিশালে চার দফা দাবি নিয়ে সড়কে শিক্ষার্থীরা

    অবশ্যই পরুন

    অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সকল পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা।

     

    বুধবার বেলা ১০টায় নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী মো. মারজান।

     

    এ সময় বক্তব্য রাখেন আবু নাঈম, আকাশ ইসলাম, ইয়াসিন আরাফাতসহ অন্যান্যরা। বক্তারা তাদের ৪ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

     

    দাবিগুলো হলো: শিক্ষাজীবন থেকে এক বছর পিছিয়ে পড়া থেকে উত্তরণ, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাশ চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেয়া, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েটসহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন বৃদ্ধি করা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...