More

    বাংলাদেশ ছাত্রলীগের ‘সহ সম্পাদক’ নির্বাচিত হলেন বরিশালের সন্তান নিক্সন সজিব

    অবশ্যই পরুন

    বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কমিটিতে নতুন করে ৬৮ জন নেতা-নেত্রীকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

    রোববার (৩১ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশপত্রে কমিটিতে নতুন করে ৬৮ জন নেতা-নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়।

    সদ্য ঘোষিত কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন বরিশালের সন্তান ফাইজুল ইসলাম নিক্সন সজিব।তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন।

    এছাড়াও ২০০৫ সালে দশম শ্রেণীতে পড়ার সময় তিনি ওর্যাড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১২ সালে ওর্যাড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল কোতোয়ালি মডেল থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

    নিক্সন সজিব বিএম কলেজ থেকে অর্নাস মাস্টার্স এবং পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে এম,বি,এ শেষন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা নিয়ে মাস্টার্স করছেন।

    তার বাবা মোঃ মেহেদী হাসান বাবুল বরিশাল মহানগর শ্রমিকলীগের উপ অর্থবিষয়ক সম্পাদক ও ২২ং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

    এর আগে নানা অভিযোগে অভিযুক্ত ৩২ নেতা-নেত্রীকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়ার এক বছর পর এবার কমিটিতে যুক্ত করা হল নতুন ৬৮ জনকে।

    এছাড়াও ২০১৯ সালের ১৭ ডিসেম্বর বিতর্কিত ও গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩২ নেতাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

    তাদের ২১ জনের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কিছু নেতার তোলা অভিযোগ প্রমাণিত হয়েছে, আর ১১ জন পদ থেকে অব্যাহতি নিতে নিজেরাই আবেদন করেছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার, চার ব্যবসায়ীর জেল-জরিমানা

    বরিশাল নগরীর পাঁচটি গুদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার...