More

    বানারীপাড়া ও মুলাদী পৌরসভায় নৌকার জয়

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়া ও মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার (১৪) রাত ৯টায় এ ফল ঘোষণা করা হয়।

    জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘বানারীপাড়া পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী সুভাষ চন্দ্র শীল ৫ হাজার ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়রপ্রার্থী জিয়াউল হক মিন্টু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬৯৮ ভোট। বিএনপির প্রার্থী রিয়াজ আহম্মেদ মৃধা পেয়েছেন ২৬৯ ভোট।

    নির্বাচন কর্মকর্তা আরও জানান, মুলাদী পৌরসভা নির্বাচন নৌকা প্রতীকের শফিক উজ্জামান রুবেল ৭ হাজার ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী দিদারুল আহসান খান মোবাইল প্রতীক নিয়ে পান ২ হাজার ৬৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখার প্রার্থী মাওলানা মঞ্জুর হোসেন ৯৪৯ এবং বিএনপি প্রার্থী আল মামুন ৪৯২ ভোট পেয়েছেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপিতে মনোনয়ন সংকট: বিক্ষোভ–অবরোধ, আটকে ৪৩ আসন

    বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিভিন্ন আসনে বিক্ষোভ করছেন বাদ পড়া নেতাদের অনুসারীরা। বাকি ৬৩ আসনের...