More

    ভাষা আন্দোলনের আহবায়ক এ্যাডঃ কাজী গোলাম মাহাবুব (সরোয়ার) সাহেবের কবর জিয়ারত করেন গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

    অবশ্যই পরুন

    দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের গৌরনদী সহ সারা বাংলাদেশের গৌরব।
    ভাষা আন্দোলনের তত্কালীন আহবায়ক  তুখোড় ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সাবেক নীতিনির্ধারক,
    গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির সাবেক প্রার্থী।
    ধানের শীষের স্বনির্ভরতার সোনালী অতীত।
    যার নেতৃত্বে আজ আমরা গনতন্ত্রের মাতৃ ভাষা বুঝতে পারি,
    মা, মাটি ও দেশ।
    আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি – আমি কি ভুলিতে পারি।
    সেই মায়ের যোগ্য সন্তান, মরহুম এ্যাডঃ কাজী গোলাম মাহাবুব (সরোয়ার) সাহেবের কবর জিয়ারত করেন  গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল হাং, সদস্য সচিব শরীফ মশিউর রহমান, যুগ্ম আহবায়ক, আব্দুলাহ আল শুভ, মেহেদী আকন, সালেক মোল্লা,সাইফুল ইসলাম,জাকির হাওলাদার, নাদিম মৃধা,রাকিব হাওলাদার, আনোয়ার সরদার, ইসমাইল সরদার, সাগর, নাজমুল সহ আরো অনেক নেতৃবৃন্দ।
     এ সময় মহান আল্লাহ তায়ালার কাছে ভাষা আন্দোলনের  আহবায়ক এ্যাডঃ কাজী গোলাম মাহাবুব (সরোয়ার) সাহেব সহ সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক...