মেহেন্দিগঞ্জের উলানিয়ায় গত ১০ ডিসেম্বর ২০২০ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হলেও এখনো থামনি সংঘর্ষ। এতে পুলিশ সহ প্রায় ২০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দীতাকারী আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্ল ও স্বতন্ত্র (আনারস) প্রতীকের প্রার্থী রুমা বেগমের কর্মী সমর্থকদের মধ্যে চর দখল, মাছঘাট দখল, লঞ্চঘাট দখলে নেওয়া সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের ২০জন আহত হওয়া সহ বেশকয়কটি দোকানপাট ভাংচুর করার ঘটনা ঘটেছে।সংঘর্ষের সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মমিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করেণ। হামলায় পূর্বহর্ণি গ্রামের সোহেল (২১) এবং সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কনস্টেবল খোরশেদ (২২) সহ প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোহেলর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বাকী আহতদেরকে বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষীপুর সহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় উলানিয়ায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।এই ঘটনায় উলানিয়া ইউনিয়নে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম।