More

    পিরোজপুরে গৃহবধূকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৌর এলাকার গাজীপুর গ্রামে এক গৃহবধূকে (২৫) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

    আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুরের দিকে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. হায়াতুল ইসলাম খান আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেন।

    আটক পাঁচজন হলেন- ভাণ্ডারিয়া সদর উপজেলার জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন (৩২), ছোট গেদুর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩) ও হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ৮ জন যুবক উপজেলার ভাণ্ডারিয়া পৌরসভার দক্ষিণ গাজীপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে সেখান থেকে গৃহবধূকে তুলে দক্ষিণ-পশ্চিম গাজীপুরের নবীন-প্রবীণের বাগানে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় আবারও ধর্ষণ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করেন।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। পলাতক অন্য অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...