More

    আগৈলঝাড়ায় অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট সন্ধ্যা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরায় একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানের সময় কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরায় রাজাপুর গ্রামের মৃত বিরাজ রায়ের ছেলে বিনয় রায়কে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।

    পরে আটককৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি মাসুদ সাঈদীর

    আল্লামা সাঈদী দুর্নীতিবাজ ছিলেন না তার সন্তানেরাও দুর্নীতিবাজ নয়: মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য...