More

    আগৈলঝাড়ায় কিশোরীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল ওসিসি সেন্টারে প্রেরন করা হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মো. মালেক মাওলার বখাটে ছেলে মো. সাইফুল ইসলাম বিভিন্ন সময় পাশ্ববতীর্ বাড়ির ১৫ বছরের এক কিশোরীকে কু—প্রস্তাব দিয়ে আসছিল। তার কু—প্রস্তাবে রাজি না হওয়ায় ২০ জুলাই রাতে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে বখাটে সাইফুল ইসলাম।

    ওই কিশোরীর পরিবার দরিদ্র হওয়ায় এতোদিন হুমকির ভয়ে মামলা করতে সাহস পায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে আগৈরঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে ওই নির্যাতিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরন করা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...