More

    বরিশালে বিএনপির অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল-আটক ৬ নেতাকর্মী,আহত ১৫

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃসরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ৮ম দফায় ডাকা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ ও হরতালের সমর্থনে বরিশাল নগরীতে বেশ কয়েকটি ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    নগরীর বটতলা- চৌমাথা সড়কে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে মহানগর বিএনপি সহযোগী সংগঠনের শান্তিপূর্ন ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল,১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহফুর রহমান মিনারকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপরদিকে বান্দ রোডে মিছিল থেকে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মঞ্জু,

    চরমোনাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালেহ মোঃ সোয়েব ও তানজিল হোসেন সহ-৬ জন বিএনপি নেতা কর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

    এসময় পুলিশের লাঠিচার্জে বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসলাম,১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন চৌধুরী সহ-১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন।

    পুলিশ কতৃক নেতাকর্মীদের গ্রেপ্তার ও লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ। আটকের বিষয়ে কোতোয়ালী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে হাজির করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

    জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত...