More

    বরিশালের ৬ আসনে ৫৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

    এর মধ্যে বরিশাল ১ আসনে নৌকার মনোনীত প্রার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী, জাকের পার্টির মোহাম্মদ রিয়াজ মোর্শেদ জামাল খান, এনপিপির মোহাম্মদ তুহিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

    বরিশাল-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, ন্যাশনাল পিপলস পার্টির সাহেব আলী, বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, তৃণমূল বিএনপির আলহাজ্ব মোঃ শাহজাহান সিরাজ, বাংলাদেশ ওয়াকার্স পার্টির মোহাম্মদ জহুরুল ইসলাম, জাকের পার্টি মোঃ স্বপন মৃধা, জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, রঞ্জিত কুমার বাড়ৈ, স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মিরাজ খান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম, জাতীয় পার্টি (জেপি) ব্যরিষ্ট্রার আলভার্ট বাড়ৈ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবুগঞ্জ উপজেলঅ আ’লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির শেখ মো: টিপু সুলতান, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ আনিসুল হক, তৃণমূল বিএনপি’র শাহনাজ হোসেন, মুক্তিজোটের মোহাম্মদ আজিনুল হাসান জিহাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বরিশাল-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডঃ শাম্মী আহমেদ, জাতীয় পার্টির মোহাম্মদ মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি পঙ্কজ দেবনাথ, মুক্তিজোটের মোহাম্মদ আসাদুজ্জামান, মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু মনোনয়নপ্রত দাখিল করেছেন।

    বরিশাল-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম, জাতীয় পার্টির মোহাম্মদ ইকবাল হোসেন তাপস, ন্যাশনাল পিপলস পার্টির আব্দু হান্নান শিকদার, স্বতন্ত্র প্রার্থী মো: সালাউদ্দিন রিপন, বিসিসির সাবেক মেয়র ও বরিশাল মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মাহতাব হোসেন, মুক্তিজোটের মো: আসাদুজ্জামান, জাকের পার্টির মোঃ আবুল হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বরিশাল-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক, জাসদের মোহাম্মদ মহসীন, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মাইনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও বাকেররগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোঃ শামসুল আলম, জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না, এনপিপির মোঃ মোশারফ হোসেন, জাকের পার্টির মোহাম্মদ হুমায়ুন কবির শিকদার, তূনমূল বিএনপির টিএম জহিরুল হক তুহিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির খান সাগর, মোঃ শাহরিয়ার মিয়া, স্বতন্ত্র প্রার্থী ও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাব হোসেন, স্বতন্ত্র প্রার্থী রাজিব আহমদ তালুকদার, স্বতন্ত্র প্রার্থী শাহবাজ মিয়া, নূরে আলম সিকদার, বাংলাদেশ কংগ্রেসের মোঃ হুমায়ুন কবির, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম খান মাননপত্র জমা দিয়েছেন।

    এক থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই শুরু হবে উল্লেখ্য আগামী সাত জানুয়ার জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ...