More

    তপসিল বাতিলের দাবি- বরিশালে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল-প্রিকেটিং

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল প্রিকেটিং করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।

    আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীন এর নেতৃত্বে কাশীপুর বাজার সংলগ্ন ঢাকা – বরিশাল মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়।

    এছাড়াও সকাল ৮ টায় কাশিপুর বাজারে ২৮ নং ওয়ার্ড বিএনপির মিছিল করে,বেলা ১১ টার দিকে নগরীর হাসপাতাল রোডে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির মুক্তি ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান কর্মসূচি করেছে বরিশাল মহানগর ছাত্রদল।

    বেলা সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির ১ নং সদস্য আবু নাছের মোঃরহমত উল্লাহর অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল রোড বিক্ষোভ মিছিল করেছে।

    অবরোধ সফল করার জন্য দুপুর ১টায় বরিশাল-খুলনা মহাসড়কে ২৫ নং ওয়ার্ড বিএনপি ও দুপুর ২টায় নবগ্রাম রোডে বরিশাল মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে। দাবি আদায়ের লক্ষে এসময় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে সড়কে টায়ার জ্বালিয়ে প্রিকেটিং করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

    জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত...